পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন সরকারের স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর ও তাঁর স্ত্রী পারভীন আক্তার।
মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন।
মাইদুল ইসলাম জানান, করোনা আক্রান্ত হয়ে গত ১০ জুন থেকে বাসায় আইসোলেশনে ছিলেন স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব আলী নূর ও তাঁর স্ত্রী পারভীন আক্তার। গতকাল সোমবার (২২ জুন) করোনা পরীক্ষার ফলে তাঁদের নেগেটিভ আসে।
মো. আলী নূর ২০২৯ সালের ৩১ ডিসেম্বর স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে যোগ দেন। এর আগে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক ছিলেন তিনি।