করোনা; দেশে প্রথম কারাবন্দির মৃত্যু

করোনা; দেশে প্রথম কারাবন্দির মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটে কারাগারেও হানা দিয়েছে করোনাভাইরাস। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সিলেট কেন্দ্রীয় কারাগারের এক বন্দির করোনা শনাক্ত হয়।

সোমবার (১১ মে) রাতে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

এর আগে রোববার (১০ মে) রাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে মারা যান ওই বন্দি। তার করোনা নিশ্চিত হওয়ার পর কারাগারের সংশ্লিষ্ট ওয়ার্ড লকডাউন করেছে কারা কর্তৃপক্ষ। এছাড়া তার সংস্পর্শে আসা কারাগারের কর্মকর্তা-কর্মচারী বন্দিসহ ১২০ জনকে আজ মঙ্গলবার আইসোলেশনে রাখা হয়েছে।

উল্লেখ্য, দেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো কারাবন্দি মারা গেলেন। সিলেটে কারাগারে করোনা শনাক্তের ঘটনাও এই প্রথম।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, রোববার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা যান। সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজেটিভ আসে। মারা যাওয়া ব্যক্তি একটি হত্যা মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা জানান, মারা যাওয়া ব্যক্তির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। গত ৫ মে একটি খুনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। ৮ মে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে পাঠায়। পরদিন তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার (১০ মে) তিনি মারা যান।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল বলেন, সোমবার (১১ মে) রাতে তার করোনা রিপোর্ট পাওয়ার তার সংস্পর্শে আসা কারাগারের প্রায় ১২০ জন হাজতি ও কর্মকর্তা-কর্মচারীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের সবার করোনা পরীক্ষা করা হবে। ওই বন্দি যে ওয়ার্ডে ছিলেন সেটি লকডাউন করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১২ মে) পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৯৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *