করোনা পজিটিভ; রোগী দেখছিলেন ডাক্তার

করোনা পজিটিভ; রোগী দেখছিলেন ডাক্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস (কভিড-১৯) পজিটিভ হওয়ার পরেও ডা. মাহমুদুর রহমান পটুয়াখালী শহরের নোভা ডায়াগনস্টিক সেন্টারে তাঁর ব্যক্তিগত চেম্বারে রোগী দেখায় সেন্টারটি লকডাউন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী এবং সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ উপস্থিত হয়ে অনির্দিষ্টকালের জন্য ওই ডায়াগনস্টিক সেন্টারটি তালাবন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী জানান, ডা. মাহমুদুর রহমান করোনাভাইরাস পজিটিভ হওয়ার পরও তার চেম্বারে রোগী দেখে আসছিলেন।

তিনি বলেন, এর পেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলায় অনির্দিষ্টকালের জন্য নোভা ডায়গনস্টিক সেন্টারকে লকডাউন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *