পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ঈদের ছুটির কারণে স্বাভাবিকের তুলনায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা দুই তৃতীয়াংশ কমে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনাক্ত সংখ্যা কতটা বেশি?
দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে মাত্র ১১ হাজার ৪৮৬টি। এতে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৯৭ জন। এর নিকটস্থ সংখ্যায় গত বছরের ১১ জুলাই ১১ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৬৮৬ জন, যা আজকের তুলনায় প্রায় ১ হাজার কম।
আজ শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ। অর্থাৎ, প্রায় প্রতি তিনজনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হচ্ছে।
এর আগে গতকাল বুধবার (২১ জুলাই) ২৪ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছিলেন সাত হাজার ৬১৪ জন, শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৪৮ শতাংশ। ঈদের ছুটির কারণে গতকাল থেকেই নমুনা পরীক্ষার সংখ্যা নিম্নমুখী।
গত কিছুদিন ধরে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যায় ঢাকা বিভাগ সবার উপরে থাকলেও বৃহস্পতিবার সেই জায়গা নিয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখানে ১ হাজার ৩৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৮৭ জন। এর আগে গতকাল বুধবার মারা যান ১৭৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১৮ হাজার ৬৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৬৬ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন।
আজ বৃহস্পতিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘন্টায় বয়সভেদে মৃতের সংখ্যা :
১১–২০ : ১ জন
২১–৩০ : ৪ জন
৩১–৪০ : ২০ জন
৪১–৫০ : ১২ জন
৫১–৬০ : ৪৯ জন
৬১–৭০ : ৬৪ জন (সর্বোচ্চ)
৭১–৮০ : ২৭ জন
৮১–৯০ : ৮ জন
৯১–১০০ : ২ জন
এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৫৭ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন এবং বাড়িতে ২ জন মারা গেছেন।