২২শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহের জন্য মসজিদভিত্তিক সব ধরনের অনুষ্ঠান ও জনসমাগম স্থগিত করেছে বাহরাইন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের জুমা নামাজে সীমিত সংখ্যক লোক উপস্থিত থাকবেন। এছাড়া আহমদ আল ফাতেহ ইসলামিক সেন্টার থেকে অনলাইনে জুমার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে।
করোনা বিষয়ক জাতীয় চিকিৎসা বিশেষজ্ঞদের নির্দেশনায় বাহরাইনের জাস্টিস, ইসলামিক অ্যাফেয়ার্স এন্ড অ্যান্ডোম্যান্টস বিষয়ক মন্ত্রণালয় দুই সপ্তাহের জন্য দেশটির মসজিদগুলো সাময়িক বন্ধ ঘোষণা করে।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) করোনা সংক্রমনরোধে সৌদি আরব ১০ টি মসজিদ সাময়িক বন্ধ করে।
বাহরাইনের এখন পর্যন্ত ১০ লাখ ৮৮ হাজার সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১০ লাখ ২২ হাজার ৮৯ জন সুস্থ হয়েছেন এবং ৩৮৭ জন মারা যান।
/এএ