২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৪শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের অর্থনৈতিক কেন্দ্র এবং বৈশ্বিক বাণিজ্যিক হাব সাংহাই দুই মাসের লকডাউন শেষে করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। সাংহাই শহরের প্রায় ২৫ মিলিয়ন বাসিন্দাকে মুক্তভাবে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, এর পরেও সাড়ে ছয় লাখ বাসিন্দা তাদের বাড়িতে অবস্থান করবে। চীনে ‘জিরো কোভিড’ নীতি বহাল রয়েছে করোনা আক্রান্ত কিংবা আক্রান্তদের সংস্পর্শে আসা লোকদের ক্ষেত্রে।
সাংহাই সরকারের মুখপাত্র ইন জিন বলেছেন, করোনা বিধিনিষেধ শিথিল হওয়ার এই দিনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম।
সূত্র: বিবিসি