পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে এক লাখেরও বেশি জন। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হারও অনেক বেশি। জন হপকিন্স ইউনিভার্সিটির প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ হাজারের বেশি লোক এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইসের আবির্ভাব ঘটে। এরপর ১০০ টি’র বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বর্তমানে চীনে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও অন্যান্য দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
ইতালি ও ইরানে এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। ইতালিতে গত একদিনে এই ভাইরাসে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। ইতালির সরকার দেশটির এক কোটি ৬০ লাখ মানুষকে কোয়ারেন্টিনে রেখেছে।