কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার পদত্যাগ

কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার পদত্যাগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা পদত্যাগ করেছেন। সোমবার (২৬ জুলাই) নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা ইয়েদুরাপ্পার পদত্যাগপত্র গ্রহণ করেছেন গভর্নর থাওয়ার চাঁদ গেহলট। নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত তাকে কাজ করে যেতে আহ্বান জানিয়েছেন গভর্নর।

এইচ ডি কুমারাস্বামীর নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর ২০১৯ সালে মুখ্যমন্ত্রী হন ইয়েদুরাপ্পা। এ নিয়ে চারবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু কর্ণাটকের এই মুখ্যমন্ত্রী কখনোই মেয়াদ পূরণ করতে পারেননি।

সোমবার (২৬ জুলাই) পদত্যাগ ঘোষণা করার সময়ে কান্নায় ভেঙে পড়েন ইয়েদুরাপ্পা। সাংবাদিকদের সামনে তিনি নিজের ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *