২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৫ই রমজান, ১৪৪৪ হিজরি

কলেরা স্যালাইনসহ ২৪ ওষুধের দাম বাড়ল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কলেরা স্যালাইনসহ লিবরা ইনফিউশন লিমিটেড কোম্পানির ২৪ ধরনের ওষুধের দাম বাড়িয়েছে সরকার। প্রত্যেক ওষুধে ৫ থেকে ১২ শতাংশ দাম বাড়ানো হয়েছে।

২২ নভেম্বর, মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আইয়ুব হোসেন বলেন, ডলার সংকট ও কাঁচামালের দাম বৃদ্ধির কারণে ওষুধের দাম বাড়ানোর জন্য হাইকোর্টে আবেদন করেছিল লিবরা ইনফিউশন লিমিটেড। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জনসাধারণের কথা ভেবে ৫ থেকে ১২ শতাশ দাম বাড়ানো হয়। তবে কোম্পানিটি আরও বেশি দাম বাড়ানোর আবেদন করেছিল।

জানা গেছে, যে ২৪ ধরনের ওষুধের দাম বাড়ানো হয়েছে সে ওষুধগুলো অন্য কোনো কোম্পানি তৈরি করে না। তাই দাম বাড়লেও লিবরা ইনফিশন লিমিটেড কোম্পানি থেকেই ওষুধগুলো কিনতে হবে।

লিবরা কোম্পানির যেসব ওষুধগুলোর দাম বেড়েছে

  • ৫০০ মিলির কলেরা স্যালাইনের দাম এখন ৭২ টাকা, যা আগে ছিল ৬১ টাকা।
  • ১০০০ মিলির কলেরা স্যালাইনের দাম ৯৮ টাকা, আগে ছিল ৮৮ টাকা।
  • ২০০০ মিলির কলেরা স্যালাইন ১২২ টাকা, আগে ছিল ১১৩ টাকা।
  • ৫০০ মিলির হাপটসম্যান সলিউশন ৮২ টাকা, আগে ছিল ৭৭ টাকা।
  • ১০০০ মিলির হাটসম্যান ১০৫ টাকা, আগে ছিল ৯৫ টাকা।
  • ৫০০ মিলির হাটসম্যান প্লাস ৬৬ টাকা, আগে ছিল ৫৫ টাকা।
  • ১০০০ মিলির হাটসম্যান ৮০ টাকা, আগে ছিল ৭১ টাকা।
  • .০৯% সোডিয়াম ক্লোরাইডের দাম ছিল ৬৪ টাকা, তা এখন ৬৬ টাকা, ৭৪ টাকারটি ৮০ টাকা, ৮৯ টাকারটা ১০০ টাকা, ১০২ টাকারটা ১১৫ টাকা।
  • ১০% ডেক্সট্রোজ ৮০ টাকারটা ৯০ টাকা, ৯৮ টাকারটা ১০৫ টাকা।
  • ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ক্লোরাইড ৭০ টাকারটা ৮০ টাকা, ৯৩ টাকারটা ১০৭ টাকা।
  • ২৫% ডেক্সট্রোজ ৬৬ টাকারটা ৭৫ টাকা, ৭৮ টাকারটা ৮২ টাকা।
  • ৫% ডেক্সট্রোজ ৯৩ টাকারটা ১০৫ টাকা।
  • ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৬৬ টাকারটা ৭২ টাকা, ৭৮ টাকারটা ৮৫ টাকা, ৮৬ টাকারটা ৯০ টাকা, ৭৮ টাকারটা ৮২ টাকা, ৯৩ টাকারটা ১০০ টাকা করা হয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com