২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৫ই রমজান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কলেরা স্যালাইনসহ লিবরা ইনফিউশন লিমিটেড কোম্পানির ২৪ ধরনের ওষুধের দাম বাড়িয়েছে সরকার। প্রত্যেক ওষুধে ৫ থেকে ১২ শতাংশ দাম বাড়ানো হয়েছে।
২২ নভেম্বর, মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আইয়ুব হোসেন বলেন, ডলার সংকট ও কাঁচামালের দাম বৃদ্ধির কারণে ওষুধের দাম বাড়ানোর জন্য হাইকোর্টে আবেদন করেছিল লিবরা ইনফিউশন লিমিটেড। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জনসাধারণের কথা ভেবে ৫ থেকে ১২ শতাশ দাম বাড়ানো হয়। তবে কোম্পানিটি আরও বেশি দাম বাড়ানোর আবেদন করেছিল।
জানা গেছে, যে ২৪ ধরনের ওষুধের দাম বাড়ানো হয়েছে সে ওষুধগুলো অন্য কোনো কোম্পানি তৈরি করে না। তাই দাম বাড়লেও লিবরা ইনফিশন লিমিটেড কোম্পানি থেকেই ওষুধগুলো কিনতে হবে।
লিবরা কোম্পানির যেসব ওষুধগুলোর দাম বেড়েছে