১০ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১১ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর কল্যাণপুর নতুনবাজার বেলতলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রোববার (২০ মার্চ) রাত ৯টায় ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বস্তির অধিবাসীরা আহাজারি করছেন। বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।