কল্যাণরাষ্ট্র ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে না: মুফতি ফয়জুল করীম

কল্যাণরাষ্ট্র ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে না: মুফতি ফয়জুল করীম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্তনের মাধ্যমে দেশকে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে না।’

সোমবার (১ মে) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত র‌্যালি ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘শ্রমিকদের ঘামকে পুঁজি করে একশ্রেণির মানুষ রাতারাতি আঙুল ফুলে বটগাছে পরিণত হয়েছে। শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে বিশ্বব্যাপী শ্রমিক দিবস পালিত হচ্ছে। কিন্তু ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না থাকায় শ্রমজীবী মানুষ আজও অধিকার বঞ্চিত। ইসলামী শ্রমনীতি ও আদর্শের আলোকে দেশ পরিচালিত না হওয়ায় রাজনৈতিক নিপীড়ন থামছে না।’

বর্তমান সরকারের কাছ থেকে কোনও দাবি আদায় সম্ভব নয় মন্তব্য করে তিনি অভিযোগ করেন, ‘বর্তমান সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। দেশের টাকা বিদেশে পাচারে বর্তমান সরকার অতীতের সকল রেকর্ড ভেঙে ফেলেছে। ক্ষমতাসীন সরকারের মন্ত্রী-এমপি এবং দলীয় নেতাকর্মীরা দুর্নীতি করছে, বিদেশে টাকা পাচার করছে। সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচার করার পরও তাদের একাউন্ট তলব করা হয় না।’

দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। শ্রমিকরা তাদের শ্রমের ন্যায্য অধিকার পাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকদের যে পারিশ্রমিক দেওয়া হয়, তাতে সংসার চলে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *