২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে শাবান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাতারের সমকামী বিদ্বেষ ইস্যুতে প্রতিবাদ জানাতে চেয়েছিল ইউরোপের সাতটি দেশ। বাহুতে পরতে চেয়েছিল ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড। কিন্তু ফিফার অনুমতি না থাকায় নিজেদের অবস্থান থেকে সরে এসেছে ইংল্যান্ড, ওয়েলসসহ বাকি দেশ। অর্থাৎ পূর্বঘোষিত আর্মব্যান্ড পরে আর মাঠে নামছে না তারা। এসবক্ষেত্রে শাস্তি দেওয়ার নিয়ম আছে ফিফার। মাঠে দেওয়া হতে পারে হলুদ কার্ড।
ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন ও ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেলসহ মোট ৭ দেশের অধিনায়কের এভাবে প্রতিবাদ জানানোর কথা। গত সেপ্টেম্বরেই সংশ্লিষ্ট দেশগুলোর ফুটবল সংস্থা ফিফার কাছে ওয়ানলাভ আর্মব্যান্ড পরার বিষয়ে অনুমতি চেয়েছিল। কিন্তু বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, এমনটা করলে শাস্তির মুখোমুখি হতে হবে। প্রতিবাদ জানাতে একজোট হয়েছিল ইংল্যান্ড, ওয়েলস, বেলজিয়াম, জার্মানি, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ড। তাদের মিলিত বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফা নিজেদের অবস্থানে অনড় যে আমাদের অধিনায়কেরা এই আর্মব্যান্ড পরলে শাস্তির মুখোমুখি হবে। জাতীয় সংস্থা হওয়ায় আমরা নিজেদের খেলোয়াড়দের এমন বিপদের মুখে ফেলতে পারি না। তাই অধিনায়কদের এই আর্মব্যান্ড পরা থেকে বিরত থাকতে বলা হয়েছে।’
সন্ধ্যা ৭টায় আজ ইরানের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচেই ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন ওয়ানলাভ আর্মব্যান্ড পরতে চেয়েছিলেন। ফিফার নতুন ঘোষণায় এখন আর সেটি সম্ভব হচ্ছে না।