১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটের কানাইঘাট উপজেলার দুইশতাধিক অসহায় পরিবারের মাঝে রোজার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আল খয়ের ফাউন্ডেশনের অর্থায়নে এবং উপজেলার আলেম ভাইসচেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকিরের পরিচালনায় আজ শনিবার ( ২৫ মার্চ) কানাইঘাট দারুল উলুম মাদরাসা ময়দানে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণপ্যাকেজের মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, খেজুর, ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য।
এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট মাদরাসাশিক্ষক মাওলানা আসাদ,জমিয়তনেতা হাফিজ মাওলানা নজির আহমেদ,জমিয়তে তালাবার সভাপতি মাওলানা জুনায়েদ শামসী,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ আল খয়ের ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ।