কানাডায় চিরনিদ্রায় শায়িত হবেন কবি আসাদ চৌধুরী

কানাডায় চিরনিদ্রায় শায়িত হবেন কবি আসাদ চৌধুরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: কানাডার পিকারিং ডাফিন মেডোজে চিরনিদ্রায় শায়িত হবেন একুশে পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডার অশোয়া শহরের লেকরিজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে কবির বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি গত এক বছর ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার (৬ অক্টোবর) সময় বাদ জুমা টরন্টোর নাগেট মসজিদে কবির নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযার পর তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য আধা ঘণ্টা মসজিদের ভেতর রাখা হবে। এরপর তার মরদেহ পিকারিং ডাফিন মেডোজে দাফন করা হবে।

কবি আসাদ চৌধুরী দীর্ঘদিন ধরে কানাডার টরেন্টোতে নিজের একমাত্র মেয়ে নুসরাত জাহান চৌধুরীর সঙ্গে বসবাস করছিলেন।

কবির জামাতা নাদিম ইকবাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন , আসাদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে গত মাসে তাকে কানাডার লেকরিজ হেলথ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

উল্লেখ্য কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ই ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া জমিদার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *