কাবুল বিমানবন্দরের কাছে পদদলিত হয়ে আরও ৭ জনের মৃত্যু

কাবুল বিমানবন্দরের কাছে পদদলিত হয়ে আরও ৭ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরের কাছে হুড়োহুড়ির কারণে পদদলিত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের সবাই বেসামরিক সাধারণ আফগান নাগরিক।

এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘দেশত্যাগে ইচ্ছুক মানুষদের ভিড়ের মধ্যে নিহত সাতজন সাধারণ আফগান নাগিরকের পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’

বিভিন্ন সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, কাবুল বিমানবন্দরের বাইরের সকল রাস্তা ও চেকপয়েন্টগুলোতে পাহারা দিচ্ছে তালেবান যোদ্ধারা। যথাযথ ভ্রমণ নথিপত্র না থাকলে আফগান নাগরিকদেরকে বিমানবন্দরের উদ্দেশ্যে যেতে দিচ্ছে না তালেবান।

অন্যদিকে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর হামলার আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সম্ভাব্য হামলার বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতাও জারি করেছে দেশটি।

এদিকে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, আফগান পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং মার্কিন নাগরিকসহ আটকে পড়াদের সরিয়ে নিতে বিকল্প রুট খোঁজা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *