কাল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত

কাল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শেষ হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হবে।

তিনি জানান, আজ শনিবার ফজরের নামাজের পর বয়ানে ছিলেন মাওলানা সাঈদ বিন সাদ (ভারত), বাংলা তরজমায় ছিলেন মুফতি ওসামা ইসলাম। সকাল সাড়ে ১০টায় তালিমে হালকা মোয়াল্লেমেরদের সঙ্গে কথা বলেন মাওলানা আব্দুল আজিম (ভারত)। যোহরের পর বয়ানে ছিলেন মাওলানা শরিফ (ভারত)। বাংলা তরজমায় ছিলেন মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পর বয়ান করেন মাওলানা ওসমান (পাকিস্তান)। বাংলা তরজমা করেন মাওলানা আজিম উদ্দিন। বয়ানের পর যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন হয়। মাগরিবের পর বয়ান করেন মুফতি ইয়াকুব (ভারত)। বাংলা তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ।

 

মোহাম্মদ সায়েম আরও জানান, রবিবার ফজরের পর বয়ানে থাকবেন মুফতি মাকসুদ (ভারত)। বাংলা তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পর হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত), আখেরি মোনাজাত বাংলা তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের আগমন

তিনি জানান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় ৫৬ দেশের বেদেশি মেহমান রয়েছেন ৬ হাজার ২৪৯ জন। আরবি ভাষাভাষীর ৪২৫ জন, ইংরেজি ভাষাভাষীর ২ হাজার ১২৪ জন, উর্দু ভাষাভাষীর ১ হাজার ৬৩০ জন এবং অন্যান্য ভাষাভাষীর ২ হাজার ৭০ জন।

এর আগে গত ১ থেকে ৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে অংশগ্রহণ করেন মাওলানা মুহাম্মাদ জুবায়ের আহমদের অনুসারীরা।

সূত্র: ঢাকা ট্রিবিউন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *