কাশ্মীরের আঞ্চলিক ভোটে ইমরান খানের দলের জয়

কাশ্মীরের আঞ্চলিক ভোটে ইমরান খানের দলের জয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাশ্মীরের আঞ্চলিক ভোটে জয় পেয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল রশিদ সুলেহরিয়া এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

রবিবার (২৫ জুলাই) কঠোর নিরাপত্তার মধ্যে এ ভোট অনুষ্ঠিত হয়। কাশ্মীরের ৪৫টি আসনের মধ্যে পিটিআই ২৫টি, বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ১০টি এবং নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) পেয়েছে মাত্র ৬টি আসন ।

এদিকে ফলাফল ঘোষণার পর নির্বাচনে ইমরান খানের দলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছে বিরোধী দলগুলো। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের দিন সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যসহ ছয়জন নিহত হয়। আহতও হয় বেশ কয়েকজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *