কিছু কিছু কবি আছে | আশরাফুল মান্নান
এই দেশে কিছু কবি-টবি আছে জোট বেঁধে সব চলে
এই জন বলে সেই জন সেরা
সে-ও মুখে তাই বলে।
একে অপরের গুন-গান করে
বক্তৃতা করে শুরু
তার মাঝে যিনি বড় নেতা–তিনি
হয়ে যান রাজাগুরু।
গুরুদের চেয়ে শুরুরাও ভালো
এমন রয়েছে যারা
আঁতেল কবির উত্পাতে আজ
পিছে পড়ে রয় তারা।
কেউ কেউ আছে মাস্তান কবি–ভাবে নিজে বড় কবি
হাইজাক করে উপাধি-পদক ভাবে সে হয়েছে রবি।
কেউ কেউ আছে–দলবাজি করে
দলের চাহিদা বুঝে
কবিতা রচনা করে যায় তারা নিজের সুবিধা বুঝে।