পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রতিবেশী তাজিকিস্তানের সঙ্গে বড় ধরনের সংঘর্ষের কথা জানিয়েছে মধ্য এশিয়ার আরেক দেশ কিরগিজস্তান।
সংঘর্ষে সোমবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।
কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাতকেন ও তাজিকিস্তানের উত্তরাঞ্চলীয় সুগদ অঞ্চলে এ সংঘর্ষ হয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মধ্যে এটি সর্বশেষ সহিংসতার ঘটনা। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও নতুন করে সংঘর্ষ শুরুর জন্য দেশ দুটি পরস্পরকে দায়ী করেছে।
এক বিবৃতিতে কিরগিজ সীমান্ত বাহিনী জানিয়েছে, তাদের সেনারা তাজিক হামলা ঠেকানো অব্যাহত রেখেছেন। এতে বলা হয়, কিরগিজ অবস্থানে হামলা অব্যাহত রেখেছেন তাজিকরা। কিছু এলাকায় ব্যাপক লড়াই চলছে।
চীনের সীমান্তবর্তী সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দুই দেশ গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর থেকে সীমান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষই ট্যাঙ্ক, মর্টার, রকেট আর্টিলারি এবং অ্যাসল্ট ড্রোন ব্যবহার করে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।
২০২১ সালের এপ্রিলে দুই পক্ষের সংঘর্ষে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
সোমবারের আগ পর্যন্ত কিরগিজস্তান ৪৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল। এছাড়া তাদের অন্তত ১০২ জন আহত হয়েছেন।
সংঘর্ষের এলাকা থেকে প্রায় ১ লাখ ৩৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানায় কিরগিজস্তান।
এদিকে রবিবার হতাহতের কথা জানিয়েছে তাজিকিস্তানও। দেশটি বলছে, তাদের অন্তত ৩৫ জন নিহত হয়েছে। তবে গণ সরিয়ে নেওয়ার খবর পাওয়া যায়নি।
রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রবীণ তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাখমনের সাথে টেলিফোনে কথা বলেছেন।