পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার সকাল পর্যন্ত ইউক্রেনের ৫০ শতাংশ এলাকা বিদ্যুৎহীন। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকদিন ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় রুশ হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
টেলিগ্রামে কিয়েভ শহরের সামরিক প্রশাসন জানিয়েছে, পানির সরবরাহ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। তবে শহরের বিদ্যুৎ ফিরিয়ে আনতে দ্রুত গতিতে কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা।
বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অনেক জায়গায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে কিয়েভের পাশাপাশি অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে যায় পানি সরবরাহ। চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার বিকেলে ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এর কয়েকটি ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনারা। মূলত ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে দেশটি। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইউক্রেনের লাখ লাখ মানুষ পানি ও বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য শুক্রবারও লড়াই করছে। শীতকাল শুরু হলেও মানুষ ঘর উষ্ণ করার যন্ত্র চালু করতে পারছে না। ঘণ্টার পর ঘণ্টা পানি ও বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।
ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে গুরুতর ব্ল্যাকআউট সহ্য করছে দেশটির মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতি সম্পর্কে সতর্ক বলছে, এমন চলতে থাকলে লক্ষাধিক মানুষ তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রায় সব অঞ্চলেই বিদ্যুতের পরিস্থিতি ভয়াবহ। তবে, আমরা ধীরে ধীরে ব্ল্যাকআউট থেকে দূরে চলে যাচ্ছি, প্রতি ঘণ্টায় আমরা নতুন গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি।
সূত্র: সিএনএন