কী কারণে হঠাৎ বন্ধ হয়েছিলো মেট্রোরেল

কী কারণে হঠাৎ বন্ধ হয়েছিলো মেট্রোরেল

ভোল্টেজ জটিলতায় ১১০ মিনিট বন্ধ থাকার পর আবার মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এতে হাফ ছেড়ে বাঁচলেন আটকে পড়া যাত্রীরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা।

মেট্রোরেল বন্ধ থাকার কারণ

তিনি জানান, দুপুর ২টা ২৫ মিনিটে হঠাৎ করেই মেট্রো ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানান গেছে, পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওসিএস) ভোল্টেজ জিরো হয়ে গিয়েছিল। আমাদের কর্মকতারা দীর্ঘসময় চেষ্টা করে বিষয়টি সমাধান করেছেন। অবশেষে ১ ঘণ্টা ৫০ মিনিট পর বিকেল ৪টা ১৫ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে দুপুর আড়াইটা নাগাদ মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারেননি। তবে আগে যারা স্টেশনে ঢুকেছিলেন তারা ভেতরে অবস্থান করেন।

আরও পড়ুন: মৌলভী সা’দ পন্থীদের ইজতিমা ৯ তারিখ থেকে

ইজেতমা সম্পর্কিত সব খবর পড়ুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *