কুমিল্লায় কভার্ডভ্যানের ধাক্কায় ২ জন নিহত

কুমিল্লায় কভার্ডভ্যানের ধাক্কায় ২ জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লা সদর দক্ষিণে অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি ভাটপাড়া রাস্তার মাথায় তাহেরা পল্ট্রি ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম জানান।

নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়ার মো. হানিফ মিয়ার ছেলে মো. জামিল (৩২) ও ধনপুর গ্রামের মো. এরশাদ মিয়ার ছেলে মো. মোজাম্মেল (৩৩)।

এসআই বলেন, “চট্টগ্রামগামী একটি কভার্ডভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।”

খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে কভার্ডভ্যানটি জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।

খোরশেদ বলেন, ঘুমের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপ দেয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *