কুমিল্লায় করোনা উপসর্গে পাঁচজনের মৃত্যু

কুমিল্লায় করোনা উপসর্গে পাঁচজনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক নারীসহ আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল থেকে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল পর্যন্ত সময়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের কভিড-১৯ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এ পাঁচজন মারা যান।

২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমেক হাসপাতালের কভিড ইউনিটের তথ্য শাখার সহকারী সার্জন মুক্তা রানী ভূঁইয়া। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন আইসিইউতে এবং একজন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের কভিড-১৯ ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজন হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার ইউসুফ আলী (৪৯), কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার নাবিল (২৮), দেবীদ্বার উপজেলার হাজি জব্বার আলী (৮০), ব্রাহ্মণপাড়া উপজেলার দুদ মিয়া (৬৪) এবং কুমিল্লা সদর উপজেলার রিনা আক্তার (৫৩)।

এ নিয়ে হাসপাতালটিতে ৪৮ ঘণ্টায় (দুই দিনে) করোনা উপসর্গ নিয়ে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটল। বুধবার ২৪ ঘণ্টায় কুমেকের কভিড-১৯ ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা যান ছয়জন।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান বলেন, ‘জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগীরাই এখানে বেশি আসেন। এর মধ্যে অনেক রোগীই আসেন একেবারেই শেষ পর্যায়ে- সংকটাপন্ন অবস্থায়। ফলে চিকিৎসকদের শত চেষ্টা ব্যর্থ করে অনেকেই মারা যান’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *