কুমিল্লা সিটি নির্বাচনে ইসির ৯ নির্দেশনা

কুমিল্লা সিটি নির্বাচনে ইসির ৯ নির্দেশনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে নয় দফা নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এসব নির্দেশনা জারি করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ মে

  • বাছাই ১৯ মে
  • আপিল ২০ থেকে ২২ মে
  • আপিল নিষ্পত্তি ২৩ থেকে ২৫ মে
  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে
  • প্রতীক বরাদ্দ ২৭ মে
  • ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন

ইসি কর্তৃক জারিকৃত নির্দেশনাগুলো হলো-

১. মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না।

২. প্রার্থী পাঁচজনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।

৩. প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

৪. প্রচারকালে পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনো প্রকার জনসভা বা শোভাযাত্রা করা যাবে না।

৫. প্রচারের জন্য নির্ধারিত পোস্টার সাদা-কালো রঙের হতে হবে এবং সেটির আয়তন ৬০ ও ৪৫ সেন্টিমিটারের বেশি হতে পারবে না।

৬. নির্বাচনী প্রচারণায় কোনো প্রতদ্বন্দ্বী প্রার্থী পোস্টার বা লিফলেটে নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কারও নাম, ছবি বা প্রতীক ছাপাতে পারবে না। তবে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী দলীয় প্রধানের ছবি পোস্টার বা লিফলেটে ছাপাতে পারবে।

৭. মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রত্যেক থানাধীন এলাকায় একটি করে সর্বোচ্চ দুটির অধিক নির্বাচনী ক্যাম্প বা অফিস স্থাপন করতে পারবেন না এবং কাউন্সিলর প্রার্থীগণ একটির অধিক নির্বাচনী ক্যাম্প বা অফিস স্থাপন করতে পারবেন না।

৮. নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার গেইট, তোরণ, আলোকসজ্জা করতে পারবেন না।

৯. এছাড়া সিটি কর্পোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০১৬ এর অন্যান্য বিধি-বিধান অনুসরণপূর্বক নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে হবে।

কুসিক নির্বাচনে এ পর্যন্ত বর্তমান মেয়রসহ ১৬৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *