কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার (২৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ১৪ জনের মধ্যে করোনা শনাক্ত হওয়া ১১ জন রোগী ও উপসর্গে মারা যান একজন।

হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে জেলায় করোনা শনাক্ত রোগী ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮২ জন।

এদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রতি ২৪ ঘণ্টা অন্তর অন্তর প্রাপ্ত ফলাফলে জেলায় এখনো নতুন করোনা রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২০৭টি নমুনা পরীক্ষায় ৬৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। শনিবার সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে করোনা শনাক্ত রোগী ১৬৮ জন ও উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি ছিল ৬০ জন রোগী। বাড়তি রোগীর চিকিৎসা চলছে ওয়ার্ডের বারান্দা-মেঝেতেই। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হাসপাতালে এখনো বেড বাড়ানোর উদ্যোগ নেই।

সিভিল সার্জন ডাক্তার এইচএম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় করোনা সংক্রমণ এখনো ঊর্ধ্বগতি। সংক্রমণ রোধ করা না গেলে আক্রান্ত রোগী ও মৃত্যু হার নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *