কুয়েট শিক্ষার্থীরা শেষ ক্লাসে পরলেন অ্যারাবিয়ান পোশাক

কুয়েট শিক্ষার্থীরা শেষ ক্লাসে পরলেন অ্যারাবিয়ান পোশাক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা এক ব্যতিক্রমী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শেষ ক্লাসে অংশগ্রহণ করেন। এ দিন শিক্ষা জীবনকে স্মরণীয় করে রাখতেই কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা অ্যারাবিয়ান পোশাক পরে ক্লাসে আসেন।

অ্যারাবিয়ান পোশাক পরে ক্লাস করায় তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এ পোশাকের ছবি ভাইরাল হয়। জানা গেছে, শেষ ক্লাস উপলক্ষে সম্প্রতি কুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫ ব্যাচের ছাত্ররা ভিন্নধর্মী কিছু করার চিন্তা করেন। এরই অংশ হিসেবে আরব দেশের মতো পোশাক পরে ছেলেরা আর মেয়েরা শাড়ি পরে ক্লাসে হাজির হন।

অ্যারাবিয়ান পোশাক পরা একটি ছবি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এরপরই ছবিটি ভাইরাল হয়। কুয়েট শিক্ষার্থীদের ভিন্নধর্মী এ আয়োজনের কারণে অনেকে তাদের প্রশংসা করে বলেছেন, শেষ ক্লাসে স্মরণীয় কিছু করতে পেরেছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *