পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কৃষকদের ঋণ মওকুফ না করা পর্যন্ত নরেন্দ্র মোদিকে বিশ্রাম নিতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধি।
১৮ ডিসেম্বর মঙ্গলবার ভারতের গণমাধ্যমে এক বিবৃতিতে রাহুল গান্ধি বলেন, কৃষকদের ঋণ মওকুফ না করা পর্যন্ত নরেন্দ্র মোদিকে ঘুমোতে বা বিশ্রাম নিতে দেওয়া হবে না।
সম্প্রতি ভারতের কয়েকটি রাজ্যের নির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছে। একে কৃষকদের বিজয় বলে অভিহিত করেছেন রাহুল গান্ধি। ভারতের কংগ্রেস দলের সভাপতি জানান, কংগ্রেস শাসিত সব রাজ্যে কৃষকদের ঋণ মওকুফ করা হবে। পুরো দেশজুড়েই এই ঋণ মওকুফ করতে বিজেপি সরকারকে বাধ্য করা হবে।
রাহুল বলেন, কৃষকদের ঋণ মওকুফ না করা পর্যন্ত মোদি জিকে ঘুমোতে কিংবা বিশ্রাম নিতে দেব না আমরা। তিনি অভিযোগ করেন, দরিদ্র কৃষকদের কথা না ভেবে শুধু বিত্তবানদের কথাই মাথায় রাখেন প্রধানমন্ত্রী মোদি।
সূত্র: এনডিটিভি