কেরানীগঞ্জে জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার

কেরানীগঞ্জে জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার

পাথেয় রিপোর্ট : কেরানীগঞ্জ থেকে জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সোমবার গভীর রাতে নাশকতা কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতিকালে হাসনাবাদ হাউজিং এলাকায় জৈনক আব্দুল মজিদ মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার (১ জানুয়ারি) দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহজামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তাদের কাছ থেকে ৪টি তাজা ককটেল ও বিপুল পরিমান জিহাদী বই ও প্রশিক্ষন সরঞ্জামাদী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জয়নাল আবেদিন(৫২), তারিকুল ইসলাম(৩০), আতিয়ার রহমান((৩০), আল-আমিন(২৫), আবু তাহের(২২) ও কামরুজ্জামন ওরফে শামীম(৫২)। দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোঃ শাহজামান আজ মঙ্গলবার(০১জানুয়ারী) দুপুর ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই ইমরান উকিল জানান, গ্রেফতার ব্যক্তিরা সোমবার রাতে হাসনাবাদ এলাকায় কোনও নাশকতা কর্মকাণ্ড ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি। তাদের কাছ থেকে বিপুল পরিমান জিহাদি বই, প্রশিক্ষন সরঞ্জামা ও চারটি তাজা ককটেল উদ্ধার করি। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার জয়নাল আবেদিনের বাবার নাম মৃত নুরুল ইসলাম, বাড়ি দোহারের মকসেদপুর এলাকায়। তারিকুল ইসলামের বাবার নাম মো. ইয়াছিন আলী, বাড়ি সাতক্ষীরার ছয়ঘরিয়া ঢালি বাড়ি। মো. আতিয়ার রহমানের বাবার নাম মৃত শেখ ফজলুর রহমান, বাড়ি দোহারের ইউসুপপুর এলাকায়। আল-আমীনের বাবার নাম মোবারক আলী, বাড়ি নাগেশ্বরী থানার নেপারকুচি গ্রামে। আবু তাহেরের বাবার নাম মৃত রফিকুল ইসলাম, বাড়ি কুমিল্লা সদর থানার গুচ্ছি গ্রামে। কামরুজ্জামানের বাবার নাম খলিলুর রহমান, বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মহেশপুর গ্রামে।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহজামান বলেন, ‘নাশকতার প্রস্তুতিকালে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত সাপেক্ষে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *