পাথেয় রিপোর্ট : ঢাকার কেরানীগঞ্জে মো. জাকির হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কেরানীগঞ্জের মাদারীপুর এলাকায় মঙ্গলবার (১ জানুয়ারি) গভীর রাতে নিহতের লাশ তার রুম থেকে উদ্ধার করে পুলিশ । আজ বুধবার(২ জানুয়ারি) সকালে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জোবায়ের এ তথ্য জানিয়েছেন।
নিহত মো. জাকির হোসেন মাদারীপুর জেলার কালকিনি থানার দাশার গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
নিহতের ছোট ভাই জানান, ‘তার বড় ভাই নিহত দেলোয়ার হোসেন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর মসজিদের পাশে জনৈক মো. সেলিম হোসেনের বাড়ির ফ্ল্যাটের একটি রুমে ভাড়া থাকতো। সে কালিগঞ্জে একটি গার্মেন্টেস এর দোকানে চাকরি করতো। বাড়িওয়ালার মাধ্যমে আমি জানতে পারি যে গত সোমবার রাতে আমার ভাইয়ের বন্ধু পরিচয়ে দুই ব্যক্তি আমার ভাইয়ের রুমে আসে। মঙ্গলবার আমার ভাইকে না দেখতে পেয়ে পাশের রুমের লোকজন বাড়িওয়ালাকে খবর দেয়। এতে বাড়িওয়ালা মো. সেলিম হোসেন মঙ্গলবার রাতে আমার ভাইয়ের রুম খুলে দেখতে পান আমার ভাইয়ের ক্ষতবিক্ষত লাশ তার খাটের ওপর পড়ে আছে। আজ সকালে আমার বোনকে সঙ্গে নিয়ে মিটফোর্ড হামপাতালের মর্গে গিয়ে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি।’
এই ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ বলেন, ‘ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে জাকির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশটি খাটের ওপর কম্বল দিয়ে ঢেকে পালিয়ে যায়। আমরা ওই বন্ধুদের নাম পরিচয় বের করাসহ তাদের গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছি।এই ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।’