কেরামত | এম.আর.মনজু
ছোটো ছেলে কেরামত
করে গাড়ি মেরামত
চার বোন ও এক ভাই
কাজ করে রোজ তাই।
কাজ শেষে সে যা পায়
তা দিয়ে চলে যায়।
লক্ ডাউনে পড়ে
থাকে সেতো ঘরে
নেইতো ঘরে ভাত
মাথায় দিয়ে হাত।
চক্ষু লজ্জা তার
পায়না কোথাও ধার
আর পাতেনা হাত
ভাবনায় কাটায় রাত।
একা একাই বলে
করোনা যা চলে।