ক্রীড়া ডেস্ক : একদিন আগে এই ম্যাচ নিয়ে শেন ওয়ার্ন বলেছিলেন, এবারের বক্সিং ডে টেস্ট দারুণ উত্তেজনা ছড়াবে। কারণ সিরিজটি এখন ১-১ সমতায়। এ ম্যাচ জিততে চাইবে দুদলই। এতে সিরিজ নিশ্চিত না হলেও অন্তত হারের ভয় থাকবে না। আলাদা করে বললে কোহলি। সে ছাড় দেয়ার পাত্র নয়। ও এ গ্রহের সেরা ক্রিকেটার। তার পারফরম্যান্স-দৃষ্টিভঙ্গিই বাড়তি মাত্রা যোগ করবে। এই টেস্টেও বোধকরি তারই আরেকটা প্রমাণ রাখতে চাচ্ছেন ভারত ক্যাপ্টেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে শুরুতেই এক উইকেট হারিয়ে হোঁচট খেয়েছিল ভারত। তবে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার ব্যাটে চওড়া হাসি নিয়ে প্রথম দিন শেষ করেছে টিম ইন্ডিয়া। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ২১৫। কোহলি ৪৭ ও পূজারা ৬৮ রান নিয়ে অপরাজিত আছেন।
বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ‘ধীরে চলো নীতি’ গ্রহণ করেন হনুমা বিহারী ও মায়াঙ্ক আগারওয়াল। তবে একটু হাত খুলতেই দলীয় ৪০ রানে প্যাট কামিন্সের বলে অ্যারন ফিঞ্চের হাতে ধরা পড়েন বিহারী। ফেরার আগে মাত্র ৮ রান করেন তিনি।
পরে চেতেশ্বর পূজারাকে নিয়ে এগিয়ে যান আগারওয়াল। ভালোই এগোচ্ছিলেন তারা। তবে হঠাৎই পথচ্যুত হন আগারওয়াল। ১৬১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৬ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। ফের শিকারী কামিন্স। এতে ভাঙে ৮৩ রানের জুটি।
পরে আর কোনো উইকেট হারায়নি ভারত। তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে ৯২ রানের অপ্রতিরোধ্য জুটি গড়েন পূজারা। দুই ব্যাটিং মায়েস্ত্রোর দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে মেন ইন ব্লুরা। পূজারা ৬৮ ও কোহলি ৪৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
এর আগে বিরাট কোহলি ব্যাটিংয়ে নামলে গ্যালারিতে করতালির বৃষ্টি নতুন কিছু নয়। তবে মেলবোর্নে আজ নতুন কিছু উপহার দিলেন দর্শকেরা। দ্বিতীয় সেশনটা প্রায় উইকেটশূন্যই কাটিয়ে দিচ্ছিল ভারত। ভারতীয় অধিনায়ক মাঠে নামার সময় গ্যালারি থেকে উপহার পেয়েছেন দর্শকদের দুয়োধ্বনি। কোহলির জন্য এই অভিজ্ঞতা একেবারে গা সওয়া না হলেও তা মেনে নিয়েই দুর্দান্ত ব্যাটিং করেছেন। আর এতেই সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া।
মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্টে প্রথম দিন শেষে ভারত ২ উইকেটে ২১৫। অপরাজিত রয়েছেন ভারতীয় ব্যাটিং অর্ডারে সবচেয়ে ভরসার দুজন পূজারা (৬৮*) ও কোহলি (৪৭*)। তৃতীয় সেশনে দুজন কোনো উইকেট পড়তে না দিয়ে ৯০ রান যোগ করেছেন স্কোরবোর্ডে। এতেই টিম পেইনের দলের আজ রাতের ঘুম উবে যাওয়ার কথা। কেননা, মেলবোর্নের ব্যাটিং উপযোগী উইকেটে কাল এই দুজন কোথায় গিয়ে থামবেন কে জানে! পেইন নিশ্চয়ই আক্ষেপে পুড়ছেন। দিনের খেলা শেষ হওয়ার দুই ওভার আগে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন কোহলি। পেইন ডাইভ দিলেও ঠিকমতো গ্লাভস বন্দী করতে না পারায় দিন শেষে হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি অস্ট্রেলিয়া।
ওদিকে কোহলি-পূজারার মুখে বেশ চওড়া হাসি। পূজারা তো আরেকটি ‘ম্যারাথন ইনিংস’ খেলার পথে—২০০ বলের মোকাবিলায় ৬ চারে ৬৮। কোহলিও ৬টি চার মেরেছেন তবে পূজারার তুলনায় বল খেলেছেন প্রায় অর্ধেক (১০৭)। আর ব্যাটিংয়েও ছিল চিকিৎসকদের ‘সার্জিক্যাল নাইফ’ ব্যবহারের প্রতিচ্ছবি। বলা যায়, দেখেশুনে অস্ট্রেলিয়ান ফিল্ডিংয়ের দেয়াল চিরে রান বের করেছেন, দুজনেই। এতে প্রথম ইনিংসেই বড় স্কোরের স্বপ্ন দেখছে ভারত। কোহলি নিজেও হয়তো স্বপ্ন দেখছেন আর সেটি অবশ্যই জয়ের স্বপ্ন।
পরিসংখ্যান বলছে, অধিনায়ক হিসেবে প্রতিপক্ষের মাঠে এ পর্যন্ত আট টেস্টে টস জিতেছেন কোহলি। এর মধ্যে জিতেছেন সাত টেস্টে, বাকি এক ড্র তিন বছর আগে ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে। টস জেতার পর প্রথম দিনে শক্ত ভিত পেয়ে যাওয়ায় এই পরিসংখ্যানে কোহলি কিন্তু আস্থা রাখতেই পারেন। কোহলি কিংবা পূজারা অথবা দুজনেই কাল বড় ইনিংস খেলবেন, ভারতের সমর্থকেরা কিন্তু এমন আশাই করছে। আর এই আশার অপমৃত্যু ঘটাতে অস্ট্রেলিয়াকে কাল প্রথম সেশন থেকেই হামলে পড়তে হবে।