নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে অজ্ঞাতনামা মামলা ৭ দিনের মধ্যে প্রত্যাহার করার দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যথায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়েছে তারা।
বুধবার বিকাল সোয়া ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর। এসময় ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে মামলায় আসামি করার কথা বলা হয়।