২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

কোনো জিনিস হারিয়ে গেলে যে দোয়া পড়তে হয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিভিন্ন সময় আমাদের মূল্যবান জিনিস হারিয়ে যায়। এমন কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ ও সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা বাকারা, আয়াত : ৪৫)

কোনো কিছু হারিয়ে গেলে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা কর্তব্য। হুজাইফা ইবনুল ইয়ামান (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যেকোনো বিপদাপদে নামাজে দাঁড়িয়ে যেতেন। (আবু দাউদ, হাদিস : ১৩১৯)

তা ছাড় কোনো জিনিস হারিয়ে গেলে একটি দোয়া পড়তে বলা হয়েছে। দোয়াটি হলো :

يَا هَادِيَ الضَّالِّ، وَرَادَّ الضَّالَّةِ ‌ارْدُدْ ‌عَلَيَّ ‌ضَالَّتِي بِعِزَّتِكَ وَسُلْطَانِكَ فَإِنَّهَا مِنْ عَطَائِكَ وَفَضْلِكَ

উচ্চারণ : ইয়া হাদিয়াদ দালাল, ওয়া রাদ্দাদ দাল্লাত; উরদুদ আলাইয়া দাল্লাতি, বিইজ্জাতিক ওয়া সুলতানিকা; ফাইন্নাহা মিন আতায়িকা ও ফাদলিক।

অর্থ : ‘হে হারানো জিনিসের সন্ধানদাতা, হারানো বস্তু প্রত্যাবর্তনকারী; আপনার সম্মান ও ক্ষমতার উসিলা দিয়ে প্রার্থনা করছি, আপনি আমাকে আমার হারানো জিনিসটি ফিরিয়ে দিন। এটি আপনার দান এবং অনুগ্রহ।’

হাদিস : আবদুল্লাহ ইবনে উমর (রা.) বর্ণনা করেন, ‘কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন অজু করার পর‌ দুই রাকাত নামাজ পড়ে এবং তাশাহুদ পড়ার পর উল্লিখিত দোয়াটি পাঠ করে। (বাইহাকি, মুসান্নাফে ইবনে আবি শায়বা ও‌ তাবারানি, আল‌-ওয়াবিলুস সাইয়েব, পৃষ্ঠা : ১৯১)

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com