পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দ্বিতীয় দিন সোমবারেও তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের উদ্যোগে চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বলে জানিয়েছেন নোয়াখালী প্রতিনিধি।
এ সময় উপস্থিত ছিলেন চরফকিরা ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, চরফকিরা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হানিফ পাটোয়ারী, সহসভপতি ও ইউপি মেম্বার সফিকুল আলম সোহাগ, সুলতান আহমেদ, চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশ্ররাফ হোসেন রবেন্স, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রিয়াজসহ স্থানীয় নেতারা।
এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ এবং মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।