পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার এবং দেশবাসীকে আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। বুধবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে হেফাজত মহাসচিব সাজিদুর রহমান এ আহ্বান জানান।
হেফাজত মহাসচিব সাজিদুর রহমান বলেন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা ব্যথিত। এই ঘটনায় হাজারও ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেক ব্যবসায়ী পথে বসে গেছেন। ক্ষতিগ্রস্তদের আমরা সহানুভূতি জানাচ্ছি। আল্লাহ তাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন।
তিনি বলেন, সরকার ও দেশবাসীর উচিত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো। আমরা সরকারকে অনুরোধ করবো এই ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য। তাদের সহযোগিতা করা উচিত, যাতে তারা পুনরায় ব্যবসা শুরু করতে পারে।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, যার যেটুক সামর্থ আছে, তা দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। বিপদগ্রস্তদের পাশে দাঁড়ালে এর প্রতিদান মহান আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে। পবিত্র রমজান মাস সহানুভূতি ও সহনশীলতার মাস। এই মাসে আমাদের উচিত এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়ানো। তাই আসুন পবিত্র রমজান মাসে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই। তাদের দুঃখ-দুর্দশা লাগবে চেষ্টা করি।