কয়েকটি কবিতা | মুহাম্মদ দিলাওয়ার হুসাইন

কয়েকটি কবিতা | মুহাম্মদ দিলাওয়ার হুসাইন

  • মুহাম্মদ দিলাওয়ার হুসাইন

সূর্যোদয়

আপনার অপেক্ষায় মেঘাকাশ আজ
দেখেন কেমন ঝলোমলো রূপ তার
ঝিলিমিলি তারা যেন, প্রফুল্ল উদার
আপনার অপেক্ষায়, প্রেমময় সাজ!
দখিনা হওয়া তুলে, শিহরণ ঝাঁজ-
উন্মুক্ত আকাশে ভাসে, কৌতূহলী ভার
আপনি এখনো নাকি কারাগারে কার!
তৃষ্ণায় ফেটে পড়বে তবে কি এ রাজ?

শপথ এ আপনার, নীল হলো ঠোঁট
শপথ এ জোছনার, বলিনি তো ঝুট।

আমি জানি আপনার পোড়ে মন রোজ
শয়নে স্বপনে ঘোরে আকুল হৃদয়।
এই রাতে হবে তবে আপনার খোঁজ,
প্রেমের পরশে দিলে হবে সূর্যোদয়।

পথশিশু

জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র জুতো বিহীন চরণ
হাঁটে ঘাটে ওভার ব্রিজে
জীবন চাকা চলে করুণ!

জঠর তাপে উদর ফাঁকা
খুঁজে অন্ন তন্নে
তপন উষ্ণে কণ্ঠ ঝলসে
হাঁকায় জীবন অন্যে

রুটির খুঁজে পথে পথে
দ্বারে দ্বারে ঘুরে
রিক্তহাতে ফিরে ফিরে
অন্যায়ে যায় জুড়ে।

আস্তে আস্তে ট্রিগার হস্তে-
আজিকার পথশিশু;
কুলুষ অর্থে দালান গড়ে নিচে করে হিসু!

প্রিয়, ভেবো না ভুল

অতর্কিত জলসায় নিঃস্বতার চাদর অনুভূত;
সম্মুখে দূরদর্শী বিদ্বান, ধরাধাম পর্যটক আর ঝলমল তারকা প্রজ্বলিত।

প্রোজ্জ্বল-নূরাণ্বিয়াত পবনে দোলে দোলে উদ্ভাসিত উচ্ছ্বসিত।
তাসত্ত্বেও জাহিলিয়াতের কালো আঁধার সমুখেই পুঞ্জিত

কিম্বা সবুজ সমারোহে অবগাহন, তনু-ইন্দ্রিয় সবুজাবভায় জাজ্বল্যমান;
ঈর্ষায় মন পোড়ে যে কেউ।
অথচ কে দেখে, শুকনো পাতার মর্মর ধ্বনি; ছাতি ঘরের ঢেউ।

প্রিয়, ভেবো না ভুল;
সকল তাপের সমাধি হলেও এইখানে খায় দোল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *