পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কৃষি খাত এবং সড়ক নিরাপত্তায় বাংলাদেশকে প্রায় ৮৬ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার এ বিষয়ে রাজধানীর পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে এ সংক্রান্ত দুটি চুক্তি সই হয়।
চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট অর্থের মধ্যে ৫০ কোটি ডলার দেয়া হবে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিল্যান্স’-পার্টনার কর্মসূচির আওতায়। এর মাধ্যমে খাদ্য নিরপত্তা, পুষ্টি নিশ্চিতকরণ, শস্য বৈচিত্র্যায়ন, জলবায়ু সহনশীল শস্য উৎপাদন, যুব উদ্যোক্তা তৈরিসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
অন্য চুক্তিতে বলা হয়, সড়ক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত প্রকল্পে ৩৬ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। এ প্রকল্পটি সড়ক নিরাপত্তা উন্নয়ন এবং উচ্চ ঝুঁকির কয়েকটি সড়কে দুর্ঘটনাজনিত মৃত্যু কমাতে সহায়ক হবে। বিশ্বব্যাংকের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ায় এ ধরনের এটিই প্রথম কোনো প্রকল্প।