২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খাস নিয়তে ইতিকাফ করলে আল্লাহ তাআলা শবে কদর পাইয়ে দেন বলে জানিয়েছেন শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
শুক্রবার (১৪ এপ্রিল) ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ান ফিদায়ে মিল্লাত রহ. এর এই খলীফা এ কথা জানান।
শবে কদর আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য বিরাট উপহার উল্লেখ করে তিনি বলেন, আমাদের জন্য অনেক বড় নেয়ামত এই কদরের রাত্রি। আল্লাহ তাআলা মুমিনদের বিশেষ নেয়ামত হিসবে এই রাত দান করেছেন। বছরে মাত্র একবারই আসে এই ফজিলতের রাত। আর সেটা রমযানের শেষ দশকের বেজোড় রাত্রিতে হয়ে থাকে।
রমযানের শেষ দশ দিন গাফলতি থেকে বেঁচে থাকার আহবান জানিয়ে এই আধ্যাত্মিক রাহবার বলেন, রমযানের বেশিরভাগ সময় চলে গেছে। রমযানের আর মাত্র কয়েকটা দিন বাকী। অতীতে যে গাফলতি করেছি তার জন্য অনুতপ্ত হই এবং বাকী কয়েকটা রাত শবে কদর পাওয়ার জন্য ইবাদাতে মশগুল থাকি। রমযান চলে যাচ্ছে। আর আমরা গাফলতি না করি। আর আমরা বেহুশ না থাকি।
সময় না থাকলে নফল ইতিকাফ করার তাগিদ দিয়ে শাইখুল ইসলাম বলেন, রমযানের যে রাতগুলো চলে গেছে, সেগুলো আর ফিরে পাওয়া যাবে না। এখন বাকি রাতগুলো যেন কাজে লাগাতে পারি সেজন্য নিজেকে শক্ত করি। এখন সুন্নাতে মুআক্কাদা ইতিকাফের সময় চলে গেছে বটে, কিন্তু এখনও নফল ইতিকাফ করার সময় আছে। আজ থেকে আমরা নফল ইতিকাফ শুরু করি।
আল্লামা মাসঊদ বলেন, শুক্রবার আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত দুআ কবুলের সময়। এ সময় যেকোনো বিষয়ে দুআ করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। এজন্য শুক্রবার আসরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত আমরা মসজিদে কাটাবো।
আমরা দুআ করি, আল্লাহ তাআলা আমার, আপনার, সকলের তওবা কবুল করে নিন। আমীন।