২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ে আগুন লেগে আসবাবপত্র ও ফাইল পুড়ে গেছে। বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা ৬টার দিকে ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
দুদকের খুলনা কার্যালয়ের ডিএডি কামরুজ্জামান জানান, বিকেল ৫টার দিকে অফিস ছুটি হওয়াই বেশিরভাগ কর্মী অফিস ত্যাগ করেন। হঠাৎ তৃতীয় তলায় আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, আগুনে আলমারিতে থাকা মূল্যবান ফাইল ও আসবাবপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আজিজুর রহমান জানান, দরজার তালা ও জানালার কাঁচ ভেঙে ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তৃতীয় তলার ছয়টি কক্ষের সব কাগজপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ যায়নি।