খুলনা বিভাগে আরও ৪৬ জনের মৃত্যু

খুলনা বিভাগে আরও ৪৬ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৭৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১০ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার বিভাগে সর্বোচ্চ ৭৯ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা জেলায় ১০ জন, যশোর জেলায় ১০ জন, ঝিনাইদহ জেলায় চারজন, মেহেরপুর ও নড়াইল জেলায় দুজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৯ হাজার ৯৫৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৩৩ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ২৫২ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *