২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গণটিকা কার্যক্রমে প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের আগামী ২৮ মার্চ দ্বিতীয় ডোজ দেয়া হবে।
সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের এক বৈঠক শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই কার্যক্রমের আওতায় তিনদিনে প্রায় ২ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। যারা প্রথম ডোজ পেয়েছেন এমন ব্যক্তিরা ২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
তিনি বলেন, এখন পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন প্রায় তিন কোটি ৮৬ লাখ মানুষ।
এসময় বিশেষ টিকা ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ নিয়েছেন, তারা যে কোনো কেন্দ্রে এসেই দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি ডোজ করোনা টিকা দেয়ার কার্যক্রম শুরু করে টিকাগ্রহীতাদের আগ্রহের কারণে পরে তা আরও দুদিন বাড়ানো হয়।