গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে একসঙ্গে চলার ডাক সিদ্দিকুল্লা চৌধুরী

গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে একসঙ্গে চলার ডাক সিদ্দিকুল্লা চৌধুরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধর্মীয় ভেদাভেদ ভুলে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে সকলকে একসঙ্গে নিয়ে চলার ডাক দিলেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) মুর্শিদাবাদের লালবাগ মহকুমার ইমাম মোয়াজ্জিন সংগঠনের উদ্যোগে আয়োজিত লালবাগ আয়েশবাগ গুরুকুল বিএড কলেজে সাম্প্রদায়িক সম্প্রীতির সভায় একথা বলেন তিনি।

মা্ওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তার বক্তব্যের শুরুতেই কুরআনের আয়াত ‘‘অসাব্বিত আকদামাকুম’’ উচ্চারণ করে বলেছেন, আমরা সবাই মিলে এক জায়গায় বসেছি এটাই সবচেয়ে বড় আনন্দ। নিজেকে ছোট করে সিদ্দীকুল্লাহ চৌধুরী বলেন, আপনারা আমার চেয়ে অনেক জানেন। মন্ত্রী হলেই আমি বেশি জানি বিষয়টি এমন নয়। সংখ্যা লঘু ও গরিষ্ঠ সবাই এক সমাজের। সমাজের বাইরের কেউ নন।

এছাড়াও এদিনের সভায় পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি তথা রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্ৰন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে সকলকে এক সঙ্গে চলার কথা বলেন।

এসময় তিনি আলেমদের অনুরোধ করে বলেন, দেওবন্দী যে ইমাম সাহেবান আছেন মিম্বারে দাঁড়িয়ে বেরলভী এবং আহলে হাদীসদের বিরুদ্ধে কিছু বলবেন না দয়া করে। আপনারা মসজিদে জুমার বক্তব্যে সম্প্রীতির কথা, শিক্ষার গুরুত্ব সম্পর্কে সমাজের মানুষদেরকে সচেতন এবং নিজেদের মধ্যে ইখতিলাফ ভূলে ইসলামের মৌলিক বিষয়ের উপর বক্তব্য রাখবেন। এতে ইখতেলাফের বদলে ভালোবাসা সৃষ্টি হবে। বেরলভী ও আহলে হাদীস ইমামদের উদ্দেশেও তিনি আহ্বান জানিয়ে বলেন, মেহরাবে দাঁড়িয়ে আপনারা দেওবন্দ ও হানাফি মাযহাবকে কটাক্ষ করে কিছু বলবেন না।

তবে ইমাম সাহেবেরা সমাজের উন্নয়নের স্বার্থে যে ভাবে কাজ করে চলেছে তার প্রশংসা জানিয়ে মন্ত্রী বলেন, ভারতবর্ষের আমরা জন্মেছি। কিয়ামতের দিন এই ভারতবর্ষের মাটি থেকেই আবার উঠব ইনশাআল্লাহ্। ভারতবর্ষের সর্ব শ্রেণীর মানুষকে ভালোবেসে সকলে মিলে এক সঙ্গে চলার কথাও বলেন মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।

বিজেপি ও আরএসএসের কথা উল্লেখ করে তিনি বলেন, আরএসএস বিজেপির মিথ্যাচারের জন্য তিন রাজ্যে হেরেছে। এই সরকার যে কাজ করেছে তাতেই মুখ পুড়েছে। নোট বাতিলে মুখ পুড়েছে, জিএসটিতে মুখ পুড়েছে। ওরা যা করছে তাতেই মুখ পড়েছে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন, মহাকুমা শাসক টোপডেন লামা, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা বদরুল আলম, পুরোহিত বিশ্বজিৎ রায়, ইমাম সংগঠনের সভাপতি মাওলানা ওলিউল্লাহ বিশ্বাস, জেলা ইমাম মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, বিশিষ্ট লেখক মাওলানা মাইনুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *