গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে এবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার ৩৪ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকের সঙ্গে সংলাপে বসবে ইসি।

সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে তৃতীয় ধাপের এই সংলাপটি অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুই ধাপে সংলাপে বসে ইসি।

যদিও এ দুই ধাপের সংলাপে আমন্ত্রিতদের অর্ধেকের বেশি অনুপস্থিত ছিলেন। এ কারণে এবার নির্বাচন কমিশন সচিবালয় উপস্থিতি বাড়াতে কয়েক দিন ধরে প্রয়োজনীয় সব রকম চেষ্টা করে আসছে। আমন্ত্রিত সাংবাদিকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে সংলাপে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে আসছে।

আমন্ত্রণপত্র পৌঁছেছে কি না সে বিষয়েও গতকাল সংশ্লিষ্ট সবার কাছে জানতে চেয়েছে। ২০১৭ সালে কে এম নুরুল হুদা কমিশনও দায়িত্ব নেওয়ার পর সমাজের বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসেছিল। ২০১৭ সালের ৩১ জুলাই বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসার মধ্য দিয়ে ওই সংলাপ শুরু হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *