১০ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১১ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস।
স্থানীয় সময় রোববার (১৩ মার্চ) সেন্ট পিটার্স স্কয়ারে দেওয়া সাপ্তাহিক ভাষণে এ নিন্দা জানান তিনি। খবর রয়টার্সের। তিনি বলেন, দুর্দশাগ্রস্ত মানুষের আর্তনাদ শুনছি। ঈশ্বরের নামে আপনারা বোমা হামলা বন্ধ করুন।
রাশিয়াকে উদ্দেশ্য করে পোপ ফ্রান্সিস বলেন, এই গণহত্যা বন্ধ করুন। শিশুদের হাসপাতাল, বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা বর্বর। এর কোনও বৈধ কৌশলগত কারণ নেই।
এর আগেও. ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, ইউক্রেনে রক্ত ও চোখের পানির নদী বয়ে যাচ্ছে। এটি শুধু সামরিক অভিযান নয় বরং এটি এমন এক যুদ্ধ, যার মধ্য দিয়ে মৃত্যু, ধ্বংস ও দুর্দশার বীজ রোপিত হয়েছে।