পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গাইবান্ধার সুন্দরগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সাজিদ মিয়া (১৮) ও জুয়েল রানা (১৭) নামে দুই বন্ধুর প্রাণ গেছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হান্নানের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজিদ মিয়া রংপুর জেলা শহরের পশ্চিম খাশবাগ মহল্লার তিন মাথা মোড় এলাকার নুর মোহাম্মদের ছেলে সাজিদ হাসান ও নিহত জুয়েল রানা একই এলাকার আল আমিনের ছেলে।
সুন্দরগঞ্জ থানার এসআই সৈয়দ মামুন হক বলেন, ‘আমরা দুই বন্ধু আজ (গতকাল শুক্রবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের ধাপাচিলা এলাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকায় সড়কের পাশের একটি ইউক্লিপ্টাস গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করেন।’
সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারকে (রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত) খবর দেওয়া হয়েছে। তারা এলেই লাশ হস্তান্তর করা হবে।’