পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গত সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। ফলে ধ্বংস হয়ে গেছে উপত্যকাটির হাজার হাজার স্থাপনা ও ঘরবাড়ি।
ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা থেকে রেহাই পায়নি ধর্মীয় উপাসনালয়ও। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের বিমান হামলায় প্রায় ৮৩টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও ১৭০টি মসজিদ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আল জাজিরা।
ফিলিস্তিনিরা অভিযোগ করছে যে ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত ভাবেই মসজিদে হামলা চালাচ্ছে এবং সেগুলো গুড়িয়ে দিচ্ছে। অপরদিকে ইসরায়েলি বাহিনীর দাবি মসজিদগুলো আশ্রয় হিসেবে ব্যবহার করে সেখান থেকে হামলা চালাচ্ছে হামাস।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে যে, হামাসের একটি রকেট তৈরির ল্যাব, অস্ত্র এবং গাজা শহরের জেইতুনের আশেপাশের একটি মসজিদের ভিতরে হামাসের একটি টানেলের প্রবেশপথ পেয়েছে তারা।
জেইতুন গাজা শহরের দক্ষিণে হামাসের শক্ত ঘাঁটি।
হামাস মসজিদে রকেট তৈরি করছে। ইসলাম এবং ইসলামের প্রতীক ব্যবহার করে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাড. ড্যানিয়েল হাগারি।
যদিও ইসরায়েলের এসব অভিযোগ অস্বীকার করেছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি।