গাজায় উদ্বাস্তু শিবিরে ইসরাইলের ভয়াবহ হামলা

গাজায় উদ্বাস্তু শিবিরে ইসরাইলের ভয়াবহ হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: মধ্য গাজার একটি উদ্বাস্তু শিবিরে ইসরাইলের ভয়াবহ হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। গাজায় অভিযান পরিচালনা করার পর থেকে রোববারের এই হামলা এই অন্যতম ভয়াবহ বলে মনে করা হচ্ছে। ধ্বংসস্তুপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে।

দেইর আল-বালার পূর্ব দিকে মাগাজি ক্যাম্পে নিহতদের মধ্যে রয়েছে অন্তত ১২ জন নারী ও সাতটি শিশু।

আহমদ তুরোকমানি নামে এক ব্যক্তি বার্তা সংস্থা এপিকে বলেন, ‘আমাদের টার্গেট করা হয়েছে। গাজায় কোনো নিরাপদ স্থান নেই।’ উল্লেখ্য, আহমদ এই হামলায় তার পরিবারের বেশ কয়েকজনকে হারিয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, মৃত্যুর সংখ্যা অনেক বাড়তে পারে। মাঘাজি ক্যাম্পে যা ঘটেছে, তা হলো গণহত্যা। জনাকীর্ণ আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি পর্যালোচনা করছে। ইসরাইলি বাহিনীর মুখপাত্র বলেন, হামাসের চ্যলেঞ্জ সত্ত্বেও তারা আন্তর্জাতিক আইন মেনে চলছেন।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, এই বিমান হামলা ছিল ‘নৃশংস গণহত্যা।’ তিনি একে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেন।

গত নভেম্বরেও এই উদ্বাস্তু শিবিরে হামলা চালানো হয়েছিল। তখন অন্তত ৩০ জন নিহত হয়েছিল।

 

সূত্র : আল জাজিরা, গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *