গাজায় নির্বিচার বোমা ফেলে আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল: বাইডেন

গাজায় নির্বিচার বোমা ফেলে আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল: বাইডেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ফিলিস্তিনের গাজায় ‘নির্বিচার’বোমা হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ মন্তব্য করেছেন।

ওয়াশিংটনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার আগামী নির্বাচনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের সামনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর পর ইসরায়েলের নেতৃত্বের বিষয়ে এটাই জো বাইডেনের সবচেয়ে কড়া প্রতিক্রিয়া। হামলা শুরুর পর থেকে ইসরায়েলের প্রতি দ্বিধাহীন সমর্থন জানিয়ে আসছিলেন তিনি।

অনুষ্ঠানে ইসরায়েলের বিষয়ে বাইডেন সরাসরি বলেন, ‘তারা (ইসরায়েল) সমর্থন হারাতে শুরু করেছে। গাজায় নির্বিচার বোমা বর্ষণের কারণে এটা হচ্ছে।’

বাইডেন আরও বলেন, ‘হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই এবং ইসরায়েলের সেই ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে।’

গাজা উপত্যকায় দুই মাসের বেশি সময় ধরে চলা টানা সামরিক অভিযানের লাগাম টেনে ধরতে উদ্যোগ নেওয়ার জন্য বাইডেন নিজ দল ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেই চাপের মুখে পড়েছেন। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারাও ইদানীং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করছেন।

গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে একের পর এক ইসরায়েলি বোমা হামলায় ১৮ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ওই দিন ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলায় প্রাণ গেছে ১ হাজার ২০০ মানুষের। এ তথ্য ইসরায়েল সরকারের।

অন্যদিকে এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, গাজায় স্থল অভিযান পরিচালনা, হামাসকে সমূলে ধ্বংস করার লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়া এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টায় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে।

নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধ বন্ধ করতে আন্তর্জাতিক চাপ ঠেকাতে ওয়াশিংটন ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *