গাজায় নিহত বেড়ে ১০,৫৬৯

গাজায় নিহত বেড়ে ১০,৫৬৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গাজায় ইসরায়েলি বিমান হামলায় একদিনে আরও ২৪১ জন নিহত হয়েছে। এতে গত ৩৩দিনে নিহত বেড়ে হয়েছে ১০ হাজার ৫৬৯ জন। নিহতদের বেশির ভাগই নারী-শিশু। এদিকে ইসরায়েলি স্থল বাহিনী গাজার কেন্দ্রে ঢুকে পড়ায় এলাকা থেকে পালাচ্ছে লোকজন। খবর বিবিসির।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার উত্তর দক্ষিণ- সব জায়গায় সমানতালে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪১ জন নিহত হয়েছে। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৫৬৯ জনে। নিহতদের মধ্যে ৪ হাজার ৩২৪ জন শিশু।

গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালানোর পর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে প্রতিদিন শত শত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে ঘরবাড়ি। ঘরবাড়ির ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছে অসংখ্য ফিলিস্তিনির দেহ।

এমন পরিস্থিতিতে জাতিসংঘ, আরববিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও তাতে তোয়াক্কা করছে না ইসরায়েল। দিনে দিনে হামলার মাত্রা বাড়িয়ে চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দক্ষিণ গাজার খান ইউনিস, দেইর আল বালাহ ও রাফাহ শহরে ২৭ টি টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনীও স্বীকার করেছে, সেনারা গাজার উত্তর ও দক্ষিণ উভয়দিকেই হামলা জোরালো করেছে। সাঁজোয়া যান ও ট্যাংক বহর নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে স্থল সেনারা।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, গাজা সিটির কেন্দ্রস্থলে অবস্থান করছে তাদের সেনা । হামাস যোদ্ধাদের একটি শক্তিশালী ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় স্থল, বিমান ও সমুদ্রপথে সমন্বয় ঘটাতে সক্ষম হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *