১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

গাজা পুনর্গঠনে হামাস নেতার সঙ্গে কাতারের আমিরের বৈঠক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজার সার্বিক পরিস্থিতি ও তা পুনর্গঠন নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়েহ। রোববার (২৩ মে) দোহায় এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।

এ সময় ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলের হামলা বন্ধে এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরে কাতারের কূটনৈতিক প্রচেষ্টার জন্য আল থানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসমাইল হানিয়েহ। জবাবে ফিলিস্তিনি জনগণ এবং তাদের অধিকারের প্রতি কাতারের সমর্থন পুনর্ব্যক্ত করেন দেশটির আমির।

এর আগে গত ১০ মে থেকে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত শুরু হয়। যেটি গত বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছে। পরদিন শুক্রবার থেকে এটি কার্যকর হয়েছে।

টানা ১১ দিনের সহিংস সংঘাতে কেবল ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে ৬৬ শিশু ও ৩৯ নারীসহ অন্তত ২৪৮ জন। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ২ হাজার জন ফিলিস্তিনি নাগরিক।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী দল হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে ২ শিশুসহ নিহতের সংখ্যা পৌঁছেছে ১৩ জনে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com